নিঃস্ব হয়ে ঘুরে বেড়াই,
এই শহরের অলিগলি।
আমি জানি কোথায় আছে
জব ভ্যাকান্সির বিজ্ঞাপন,
কোথায় পাওয়া যায় জামদানী শাড়ি,
কারা বিক্রি করে সস্তা দামের কানের দুল,টিপের পাতা।
তবু বলব না,
কী চাই তোমার?
ভালোবাসা ছাড়া,আর কি বা তোমায় দিতে পারি?
ভালোবাসা আমার অভেদ্য বর্ম,
শত আঘাতের পরেও,
শত অভাবের পরেও,
তোমার চোখের সামনে আমার রাজবেশ।