এক পশলা বৃষ্টির পর যখন আকাশে রামধনু ওঠে, দিগন্ত ছাড়িয়ে, ছড়িয়ে দেয় তার রঙের আভা।


হটাৎ শরতের দুপুরে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলার পরে,পেজা তুলোর মত শূভ্র মেঘের ভেলায় ভরে ওঠে নীল আকাশ।


বিকেলের সূর্যটা সারাদিন জ্বালানোর পরেও যখন দিগন্তের পারে ঢলে যায়, পুবের আকাশে চাঁদের উকি শান্ত করে মন।


হিমেল হাওয়ায় ভেসে আসা শিউলির গন্ধটা যখন মন ভালো করে দেয়, জানান দেয় হিমেল হাওয়ার।


কুয়াশায় ভেজা ফুলগুলো যখন তার রুপের বাহার ছড়ায়, উজাড় করে দেয় তার রুপ-রস-গন্ধ।


ঠিক তখনি মনে পরিস তুই, প্রতিটি ভালোলাগা-মন্দলাগা মূহুর্তে মনে পরে যাস তুই।


তুই যখন হাসিস, সেও তো এক একটা বসন্তের রঙ বয়ে আনে আমার মনে, রঙিন হয়ে ওঠে মনের আকাশ।


তোর রাগ, তোর অভিমান সেও তো এক একটা মেঘময় বর্ষা, আর কালো মেঘ থেকে ঝড়ে পরা বারি আমার দহন আমার কান্না।


তবুই তুই প্রকৃতি, তুই ই প্রেমিকা আবার প্রেরোনাও তুই,তোকেই হারাই-তোকেই খুঁজি, হৃদয়ে রাখি তোকে অহরহ রাত্রিদিন।