তোমাকে খুঁজি বসন্তের লাল রাঁঙা পলাশবনে।


তোমাকে খুঁজি বিকেলের কোকিলের কুহুতানে।


তোমাকে খুঁজি গোধুলির রাঙা আলোয়।


তোমাকে খুঁজি  সদ্য বিকশিত অম্র মুকুলে।


খুঁজে  পায় প্রথম বৃষ্টির পরার গন্ধে ,  ঝোড়ো  শীতল বাতাশে!


ওই যে তুমি ঝড়ে পর বৃষ্টি হয়ে শ্রাবনে, ভিজিয়ে দাও আমার শরীর মন সব,তখন তোমাকে পায় শুধু আমার করে।
  
তুমি উড়ে যাও  শরতের মেঘ হয়ে, ওই নীল আকাশে।


নীল যে আমার প্রিয় রঙ, তাই বোধহয় নীল আকাশে উড়তে ভালবাসো তুমি।


তবুও তুমি আবার ফিরে আসবে বারে বারে কখনো শরতের শিউলির গন্ধ হয়ে, কখনোবা হেমন্তের হিমেল বাতাশ।


তুমি আমার সাথেয় আছ, তবু খুঁজে ফিরি তোমাকে বারে বারে !!