মন চায়
দুচোখ মেলে দেখি
ধুলো অঙ্গে মাখি
অমৃত সুধার পুন্য, বৃন্দাবন ধাম।
যেখানে রাখাল রাজা বাজায় বাঁশি
ব্রজগোপীর  মন নিল কাড়ি
সখা নিয়ে খেলে কৃষ্ণ সাথে বলরাম।


বৃন্দাবনের বৃক্ষ লতা,
কয় যে সবে কৃষ্ণ কথা,
যমুনাতে স্নান কেলিয়া
জপে কানাইর নাম.......


যেখানে হলো কালিয়া দমন
গোপীদের বস্র হরণ,
ধেনু চরাত বনে বনে
সবাই করতো তাঁর সুনাম........


বৃন্দাবনের নিধিবনে
খেলে কৃষ্ণ আপন মনে,
সঙ্গে থাকে রাই কিশোরী
গোপিনিরা করে রাধাকৃষ্ণ গুনগান.....


কৃষ্ণ নীলার সাক্ষী  রূপে
তমাল বট বৃক্ষ দ্বাপর যুগে।
এখনো আছে দাঁড়িয়ে গায়
রাধাকৃষ্ণ  জয়গান..........