পরের জন্য ভেবো নাকো
নিজের জন্য ভাবো,
নিজের জন্য পারলে একটু
অঝোর ধারায় কাঁদো।


অন্যের জন্য ভাবলে তোমার
যেতে পারে মান,
বন্ধুত্ব নষ্ট হয় যে
ভালোবাসা হয় যে বলিদান।


কি লাভ বলো তাকে নিয়ে ভেবে
তাঁর নিজেরই আছে প্ল্যান,
বারংবার জিগ্যেস করে
বিরক্ত করো ক্যান?


যে নিজের ভালো নিজেই বুঝে
তিনি মহা জ্ঞানী জন।
আজ থেকে আর জ্ঞান দিবোনা
করলাম আমি পণ।


নিজের ভুল নিজে ধরতে পারে না
এটাই চির সত্য,
পন্ডিতি করতে যান যদি
নিজেই হবেন ব্যর্থ।


তাহলে এখন কি করা
ওহে জ্ঞানীগুণী কবি!
কষ্ট করে কবির ভাষায়
আমায় বলবেন কি?