পাছে লোকে কতো কথা কয়
সব কথা কি ওগো, মেনে নিতে হয়।
যা বলার বলুক লোকে
দেখবেনা দুটি চোখে
ব্যবহারে খুঁজে পাবে,বংশ পরিচয়।।


যোগ্যতা নেই যার সে, করে দুর্নাম
মানী লোকের মান কমে না, করলে বদনাম।
জ্ঞানের পরিধি কম তাই, করে হুঙ্কার,
কারো কথায় থেমে গেলে, জীবন আন্ধার।
ভুল ভাঙলে হয়তো একদিন, মানবে পরাজয়।।


হয়তো তোমার মন কেঁদে যায়, কিছুটা সময়
ভালো গুন মনে রেখে করো, শক্তি সঞ্চয়।
ভক্তের পরীক্ষায় রত,থাকে ভগবান,
ইহকালের দুর্ভাগ্য_দুঃখ, পূর্বের অবদান।
পরকালের সুখের লাগি, দুঃখ করো জয়।