জীবন কেমন?
যেখানে যেমন,


কোনো এক সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে নীলাকাশকে স্বাক্ষী রেখে প্রতিটি ঢেউয়ের আঁচড়ে পড়া মুহূর্ত, এযেন জীবনের সারমর্ম।


শৈশব,কৈশোর,যৌবন পার করে বৃদ্ধ বয়সে উপলব্ধি আসে ঢেউয়ের কঠিন শক্তি তীরে আসতেই নিঃশেষ হয়ে যায়, বাস্তবতা খুঁজে ধর্ম।


কিছুইতো আমার নয়!
পৃথিবীর অর্থ, সম্পদ বা বিষ্ময়।
কখনো জর্জরিত পারিবারিক কলহের জেরে,
কখনো প্রিয়তমার সুমিষ্ট নাটকীয়তার রেশে,
কখনো বা বন্ধুবান্ধবের ক্লেশে,
কখনো বা থাকি বীরের বেশে।
কখনো খুঁজি জীবনের ছন্দ,
কখনো থাকে কর্মক্ষেত্রে দ্বন্দ্ব!
হিংসা মারামারি, দেশে দেশে যুদ্ধ,
আপন নিয়মে সময়ের গতি, হইনা কেন শুদ্ধ।
এই তো জীবন!
অর্থের দাপটে বদলায় ক্ষণ।
বদলায় চরিত্র, নতুনের আগমন।


আমার প্রধান পরিচয় আমি মানুষ!
মান তো আছে, কিন্তু আছে কি হুঁশ?
বিধাতা তোমায় বারে বারে করিগো মিনতি,
তোমার স্মরণেই পাই যেন জীবনের গতি।
এই দাসের প্রার্থনা ওহে দয়াময়
তৃণসম হয়েই যেন জীবনের ইতি হয়।