রূপেতে হলে বড় ,
গুণী তারে না কয়।
কালো মেয়েই গুনতে বড়,
কর্মেই তার পরিচয়।


সুন্দরী নারী রূপ দেখিয়ে
করে নানান ভাব,
মৌনতা নম্রতায় নত
কালো নারীর স্বভাব।


সুন্দরী নারী পথ চলতে ভাবে
তিনি স্বর্গের - অপ্সরী
কালো নারীর পথ চলতে
কেউ বুঝতে না পারি।


সুন্দরী নারীর সাংসারিক কাজে
হেলা হেলা ভাব,
কালো নারীর ঘর ঘোচাতে
ইতিবাচক প্রভাব।


কৃষ্ণ কালো কোকিল কালো
কালো শ্যামা মা,
কর্মের প্রভাবে রঙের কালি
কিছুই রবে না।


কালো বলে নিজেকে নারী
ভেবো না দুর্বল,
অন্ধকার আছে বলেই
আলো এত উজ্জ্বল।


সব কালো নয়তো আলো
সেটা গুনেতে বিচার,
ফর্সা নারীও  অধিক গুণী
শিক্ষা আর জ্ঞানের প্রসার।


এই দীপ বলে....
দেহের সৌন্দর্য্য প্রকৃত সুন্দর নয়
পবিত্র হতে হবে মন,
চামড়ার সাদা কালো চোখের দেখায়
সত্য, অহিংসা, সংযমই জীবন।