দূর শালা,
কার জন্য কাঁদবে ?
কার হয়ে কথা বলবে?
ভালোবাসা করে কয়!
কার জন্য লড়বে?
কার জন্য ত্যাগ করবে?
একি হাল! সমাজে অবক্ষয়।


দূর ছাই,
কাকে নিয়ে জীবন গড়বে?
কাকে বল বিশ্বাস করবে?
কার সাথে করবে আপোষ।
কার পথ চেয়ে থাকবে?
মন খারাপে কাছে ডাকবে?
সবাই নেতা ,সবাই বস।


দুত্তরী
কে আছে মিত্র বল?
কে আছে উত্তম?
দুঃসময়ে রাখবে মাথায় হাত।
কে করবে আশ্বস্ত?
কেবা কার বিশ্বস্ত?
পাগলের প্রলাপ আঁধার রাত।


হুম বুঝলাম,
যতদিন অর্থ,  সমাজে স্থান
নিন্দুকেরা করে পথের সন্ধান
এখন আমি হাল ছাড়া নৌকা।
আমের মিষ্টি রস চুষে
বিচি এখন পায়ে পিষে
হাসি মুখে দিয়ে ধোঁকা।


আর কতদিন,
এমন করে কতদিন যাবে?
রক্ত মাংস চুষে খাবে?
পরামর্শ দাও সুশীল সমাজ।
কিভাবে থাকবো বেঁচে?
এখন আমি অবশেষে
আগামীর পৃথিবীতে, কি আছে কাজ?