একটু ছোঁয়া ,
একটু আদর,
একটু তোমার ছায়া,
পাইনি মাগো কোনদিনও,তোমার ভালোবাসা।


মাগো মা ওগো মা
জীবন এতো কঠিন বলেই
তুমি রইলে না।
মায়া মমতা ছিন্ন করে
আর একলা রেখো না,
তুমি বিহীন এই পৃথিবী,আর ভালোই লাগে না।


মাগো মা ওগো মা
তুমি আমার জন্মদায়িনী
কভু চোখে দেখলাম না।
এই পৃথিবীর মায়ার ঘরে
শান্তি পেলাম না,
উপর থেকে ইশারাতে ,কিছু বলে যাও না।


মাগো মা ওগো মা
কর্মফলে অকালে গেলে চলে
ভাগ্যদোষে  আমি  একা,
জগৎবাসী বুঝলোনা কেউ
আমার মনের ব্যথা,
না খেলেও নেয়না খবর,আমি তোমার ছোট্ট খোকা।


মাগো মা ওগো মা
রাত্রি যখন নিঝুম হয় গো
ঘুমতো আসে না,
দুচোখে শুধু অশ্রুজল
কেন বাঁধা মানে না,
আপন পর কে পঁয়ত্রিশ পেরিয়েও,আজি বুঝতে পারলাম না।