গরীব-দুঃখী, কৃষক_মুচি
যদি, স্রষ্টার হয় দান,
তবে ধনী-গরীব, উঁচু-নিচু
মানুষে,কেন এতো ব্যবধান?
বলে দাও গো বিধাতা....
এটাই তোমার চাওয়া না খেলা?
কারো কাড়ি কাড়ি টাকার মেলা
কারো, ঘামে ভেজা শতেক টাকা।


কেউ পায়না খেতে, রাত প্রভাতে
রাস্তায় পড়ে রয়;
এঝড়-বাদলে, গ্রীষ্ম-শীতে
একই পরিণয়!
কেউ কালো টাকায়, নিজেকে রাঙায়
অট্টালিকার পরে,
নেশার ঘোরে, যৌনাচারে
প্রতি রাতে মজে।
বলে দাও গো বিধাতা....
এটাই তোমার চাওয়া না খেলা?


কেউ ফুটফাতেতে, টোকাই সেজে
অনৈতিক কাজে থাকে মাতি,
স্বল্প টাকায়, গল্প সাজায়
অন্যের ঘর ভাঙি।
কেউ ক্ষমতার লোভে, হিতাহিত জ্ঞান ভুলে
করে চুরির কারবার,
গরিব দুঃখী, কৃষক মুচি
হচ্ছে শুধু ব্যবহার।
বলে দাও গো বিধাতা....
এটাই তোমার চাওয়া না খেলা?


কবে হবে সেইদিন আবার,
মানবতার হবে জয়।
কষাকষির দুর্দিন পেরিয়ে
মানুষ যেন মানুষ হয়।