ঋণাত্মক তাপমাত্রায় ও উষ্ণতা খুঁজে পায়
যদি প্রিয়জন পাশে থাকে,
আগ্নেয়গিরির মাঝে ও শীতলতার পরশ
যদি প্রিয়জন মন বুঝে।


মহাসাগরের মাঝেও খুঁজে পায় দ্বীপ
যদি প্রিয়জন সাহস যোগায়,
হিমালয়ের পাদদেশে ও শক্তি খুঁজে পায়
প্রিয়জনের প্রেমের আভায়।


মরুভূমির বালিতেও তৃষ্ণা মেটায়
প্রিয়জনের মিষ্টি ভাষায়,
নদী  গিরী পথ পার হওয়া যায়
প্রিয়জনের ভালোবাসায়।


দুঃখের মাঝেও হাসতে পারে মন
যদি প্রিয়জন হাতে রাখে হাত,
অকূল পাথারেও কূল যেন পায়
যদি প্রিয়জনের অপেক্ষায়  কাটে দিন রাত।


সর্ব কঠিন কাজ নিমিষেই হয়
যদি প্রিয়জন মনের ভাষা বুঝে,
পৃথিবী শান্ত হয়, হৃদয় যুগল তৃপ্ত হয়
যদি ভালোবাসায় ভালোবাসা মেলে।