পদার্থের তিন অবস্থা
জানা সবার আছে,
কঠিন তরল বায়বীয়
ছড়ানো আশে পাশে।


ইট কাঠ টেবিল চেয়ার
কঠিন পদার্থে ভাই,
চোখ খুলিলে এমন বস্তু
আমরা খুঁজে পাই।


অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন
হলো
বায়বীয় পদার্থের ধরণ,
তেল পানি দুধ জুস
তরল পদার্থের উদাহরণ।


পদার্থের ধরণ বুঝতে
করবো না মোরা ভুল,
খেলার ছলে শিখবো তাহা
শিখন হবে যে নির্ভুল।


(কবিতাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপযোগী করে লেখা, বিজ্ঞান ক্লাসে আবেগ সৃষ্টিতে ব্যবহার করতে পারেন)