যান্ত্রিক এই পৃথিবীতে
নেই কেউ সুখে নেই,
মানুষ আজ পশুরুপী তাই
নেই কোনো মায়া নেই।


অর্থ বিত্তের টানে ছুটছে মানুষ আজি
কালোপথে যেতে কারো মানা নেই,
সামান্য কাজটুকু করে নিতেই রাজি
ঘুষ ছাড়া নেই কোনো কথা নেই।


ঘরেতে শান্তি নেই আজি কারো,
নিজে সুখে থাকা , কাউকে রাখতে নেই,
প্রেম হয়ে গেছে আজ ক্ষনিকের দেহ ভোগ
ভালোবাসা নেই তাতে কিছু নেই।


প্রার্থনার বিছানায় বোমা হামলা করে,
প্রতিমা ভাঙচুরে নেই কোনো দ্বিধা নেই,
হিংসা বিষাদে আজ পৃথিবী ভরপুর
নিজে সুখে থাকা ছাড়া কোনো কথা নেই।


ভালোবাসা ভালোলাগা আজি টাকাতে বিলীন হয়
মিছে ছাড়া নেই কোনো আশা নেই,
পশুপাখিতে শুধু ভালোবাসা রয় আজি
পৃথিবীতে মানুষের নেই কোনো সুখ নেই।