পুরুষোত্তম
এমন দিনে আবির্ভাব তোমার
উদ্ধারিতে মানব কুল
কংসের কারাগার যেন বৈকুণ্ঠেরদ্বার
স্বর্গ হতে ঝরে ফুল।


পুষ্প বৃষ্টিতে চরণ তোমার
ভরিয়ে দিয়েছে দেবতাগণ,
শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী থেকে
শিশু গোপালের আগমন।


জন্মনিলে বসুদেবের ঘরে
লালন করলো যশোদা মা,
ননী চুরি , মাখন চুরি লীলা
ব্রজবাসীর আনন্দ আর ধরেনা।


পুতনা বধ, কালিয়া দমন
রাক্ষস বধে দিলে শান্তির বাণী,
ধর্মের শাসন , সাধুদের রক্ষায়
ঘুচিয়ে দিলে কষ্ট, শোক, গ্লানি।


বৃন্দাবনের মাঠে ঘাটে
চড়াতে কত ধেনু,
বাঁশির সুরে পাগল হতো
ব্রজগোপিরেনু ।


তুমি পুরুষোত্তম, তুমি ভগবান
তুমি পিতা মাতা,
রাধাকৃষ্ণ যুগলরূপে দেখা দিও
এই হৃদয়ের গাঁথা।