তোমাতে আমাতে    সাঁঝে কিবা রাতে
             হয় যদি বদনাম,
ভয় করি নাকো        সদা কাছে রাখো
             হৃদে আঁকা প্রিয় নাম।


প্রকৃতির শোভা          ভালোবাসায় ঘেরা
              তোমারই চাঁদ মুখ,
সদা মনে ডাকে        ব্যস্ততার ফাঁকে
               বেজে উঠে মনে সুখ।


আমিতো আছি            তোমাতেই বাঁচি
                 দুই দেহ এক প্রাণ,
তোমারও নয়নে           নিঃশব্দ চয়নে
                 গেয়ে উঠি কোনো গান।


যতদিন রবে              এই ভব পারে
            তোমাতেই জীবনের ইতি,
তুমিতো নাটিকা       তুমিতো কবিতা
             ভালোবাসা প্রেমপ্রীতি।