পৃথিবীর কোথাও কোনো শান্তি নেই, পুত্র কন্যা ,স্বামী স্ত্রী বা পাড়া প্রতিবেশীর কাছে!
সব কিছুই আজ অশান্ত এই উত্তপ্ত ধরণীর মাঝে!
মানুষে মানুষে হাহাকার, দাবাললের মতোই জ্বলছে সবে!
জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সবে, ক্ষত বিক্ষত হৃদে!


জ্ঞান বিজ্ঞানে অগ্রগতিতে আলোকিত আজ ভুবন,
কিন্ত! সবার মনে আজ অমাবস্যার ঘোর অন্ধকার!
দামি গাড়ি, নামি বাসায় থেকেও কারো ঘুম নেই....
কিভাবে লুপে নিবে ধন, দুর্নীতির আশ্রয়ে....


আজ সবাই ব্যস্ত, নিঃশ্বাস ফেলারও অন্ত নেই
রেল গাড়ির মতো ছুটছে সবে,সুখে থাকার ব্যর্থ প্রচেষ্টায়!
তবুও কি মেলে সুখ! ঘরে ঘরে আজ হসপিটাল,
নানান ব্যাধিতে জরাজীর্ণ দেহ মন! এত আধুনিক প্রযুক্তির চিকিৎসায়!


হাতের মুঠোয় বিশ্ব দেখি ! ভু উপগ্রহে ও করি বাস,
মঙ্গল গ্রহে ও প্রানের সন্ধান মেলে!নিজ ঘরে কেন কারাবাস?
এত আধুনিকতায়ও জীবন তেজস্ক্রিয়তায় পুড়ে কয়লা
মানুষের পবিত্র সুপ্ত মনে কেন দূষিত নালার ময়লা!


উত্তর খুঁজতে হয়েছি নাকাল! ইন্টারনেটে সার্চ বক্সটি ব্যবহার করে খ্যান্ত!
হয়েছি বুদ্ধিজীবীদের দ্বারস্থ!
কোথাও উত্তর পাইনি, অবশেষে ক্লান্ত।
মনে মনে ভাবি, এত প্রশ্ন বুকে লয়ে যদি মরে যাই!


অবশেষে! স্রষ্টা উত্তর দিল ভাগবতে ভালোবেসে!
এই জগতে পুত্র কন্যা, পিতা মাতা সবার ভালোবাসা ক্ষণস্থায়ী!
আমার সাথে সখ্যতা স্থাপন কর, এইটাই চিরস্থায়ী!


সবাই আজ স্রষ্টাকে ভুলে গেছে!
অর্থ বিত্ত  টানে বা নারী পুরুষ পরস্পর কে ভালোবেসে,
ক্ষণস্থায়ী পৃথিবীতে বাঁচতে হলে সবার সাথেই সম্পর্ক বজায় রাখতে হবে, ভালোবাসতে হবে।
তাই বলে কি স্রষ্টাকে ভুলে গিয়ে!


আসুন ভালোবাসি মন প্রাণ দিয়ে ঈশ্বর!
তিনি ত্রিলোকের পরমেশ্বর_
সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে..
আর সব সম্পর্কের ভালোবাসাই নশ্বর।