যেদিন পেয়েছিলাম তোমারও ওড়নার ছায়া!
সেদিন মনের কোনে কোথাও
গেঁথেরেখেছিলাম কিঞ্চিৎ ভালোবাসার মায়া।
প্রথম আমন্ত্রণেই তোমার "হয়েছিলাম পাগল"!
তাই প্রেমের আবেগের গ্রুপে যুক্ত হয়ে
হতে চেয়েছিলাম"তোমার গুপ্ত মাঠের চোষা লাঙল"।


প্রথম দেখাতেই তো তোমায় বেসেছিলাম ভালো।
সেই যাত্রা যেন লুনি নদীর
কর্মক্ষেত্রের আলো।
যে নদী মিশে না কোন সাগর,
মিশে না কোন খাঁড়ি তে।
মিলে যায় শুধু আমারি "দিগন্তের গুপ্তচরের চোরাবালিতে"


আমি জানি তুমি চিরদিনের পর
অতীতের উষ্ণ বালুচর।
বর্তমানে তীব্র পাওয়ার স্বাদ
ভবিষ্যতে তোমায় লগে কাঁদার অপরাধ।


হয়তো তোমার শরীরে আমার নেইকো কোনো অধিকার!
কিন্তু বিশ্বাস করো তোমার মনের বেঁড়াজালে আমি চিরদিনই বেঁধেছি পিপাসার যুগ্ম কালো তার।
চাইলেও ছিঁড়ে ফেলতে পারবে না তাকে।
কালো তারের রুষ্ট স্বপ্নে কখনো ভুলতে পারবে না আমাকে।


আমার প্রেম যে আমারি প্রেম!
তা দানের বস্তু যে নয়।
হে আমার আবেগ
কী করে আমি বোঝায় তাকে
"জীবনের মাটি দিয়ে বেঁধেছি তোমায়
ক্ষীণ বর্ষার জলে প্রেমের গলনের ভয় যে আমার নাই"।
হে আবেগ "বুকে এত ব্যথা কেন"?
এত কষ্ট কেন হচ্ছে আমার?
ভুলতে চাই আমি তাকে।
ভুলিয়ে দাও তারে।
হে আবেগ"ঢলে পড়েছি আমি জড়িয়ে ধরো আমারে... জড়িয়ে ধরো আমারে....."