কি কোরে যে তাকে  ঠেকাই,
আগুনে জ্বলছি আমি, তিলে তিলে পুড়ছি আমি ভালোবাসতে পারছি না তাকে|
সে আসছে ছুটে দ্রুততর দ্রুতগতীতে, দু হাতভরে আমায় নিজের অন্ধকারে জড়াতে সে চায়|
অসহায় আমি পায় না যে কনো উপাই,
কি করে যে তাকে ঠেকাই....


কিছুক্ষন স্তব্দ চারিদিক নিস্তব্ধ,
একি লিকছি আমি ছন্দের তালে আমার তুচ্ছ চিন্তার জালে নিজেকে নিজেই আমি বলছি যে অসহায়,
কি করে যে তাকে ঠেকাই।


অসহায় কারা,
যারা দেখে দেখেই না সবকিছু,
যারা খুঁজতে চায়না আলোদা রাস্তা আর - পুরনো ভিটেতে বসে করে তারা বিলাপ দিনরাত
আমি যে কত অসহায়,
কি করে যে তাকে ঠেকায়...
নতুন ভিটের খোঁজে যাও হে তবু ভাই
সময় কে একটু সময় দাও হে অসহায়
সে ঠেকাবে তাকে আর বলতে দেবে না তোমায় অসহায়
কি করে যে তাকে ঠেকাই........