প্রেমের তড়াই বন্দি
নরকের কীটের আমি সন্ধি
এই প্রাপ্তির আসনে তাও কেন বন্দি?
আমি কোনো চিহ্ন নয়
নয় নটি বিনোদিনী।
তার চরণের তুলি অভাগা আমি
অতীতের নরকের কীটের সাথে জড়িয়ে
আজ কেন প্রেমের তড়াই বন্দি আমি?


খুব কঠিন এ পথ ঠাকুর
এই ব্যথা,এই যন্ত্রণা
সূর্যের বাহিরে আমি যে তুচ্ছ প্রাণী।
ঠাকুর তোমার ক্ষমতার কাছে আমি তুচ্ছ নারী?


ও সখা প্রণয়ের রূপে তুমি আর চাও না আমায়
আমি যে অতীতের কাল পাথরের চাই।
ঠাকুর ডাকছে আমায়
হে ঠাকুর প্রণয় তরে
আমি ভাসছি অতুল সাগরে
আমিতো নারী।
শত বিরহ আছে আমার
তাও তো আমি নারী
জীবনের সুখের পথ ভুলতে যে না পারি।
ও প্রণয় আমার তোমার চরণ ধরে পুষ্প ঢালী আমি যে নারী..