অনেক কথা আছে গভীরে লুকিয়ে!
দেখা আছে সেই স্বপ্নে,
ঝাঁপিয়ে পড়ছি যখন
ওই দূরের লালসা খনির রত্নে!


এখন বানতে পারছি-না স্বপ্ন আর!
তাই আমাকে পড়তে দাও।
কিছু চেয়ে লুকিয়ে পড়ো না আর।
বাস্তবের জানলাটা একবার নাড়াতে দাও!
জানি অনেক অতীত আছে পেছনে!
তাঁরা তাকিয়ে আছে আমাই।
ধবধবে সাদা দাঁতের তলে সে কি চেবতে চাই?


ভবিষ্যৎ!
জীবনের এই উল্টোপথে
আর কতদিন চলবো আমি।
স্রোতের বেগ যে ঠেকাতে পারি না আর।
জীবন কিছু চাই!
আর কিছু চাই ক্ষনিকের এই পরিস্থিতি।
দুটোর মাঝে মিশে আছে এই জীবন।
তাই কুম্ভকর্ণের মতো বিবস বিভীষণের ন্যায় অপ্রীয় আমি।


কিন্তু সময়কে তো বাধ্য করবই একদিন,
তুমি ভেবোনা বন্ধু।
একদিন আসব সেই তীরে
আমি আবার ফিরে!
মনের সেই অপূর্ণ ইচ্ছা হবে আমারি।


স্বপ্নটাকে ঢেকে রেখেছি!
কিন্তু নিভতে দিয়নি আমি।
সময় আসবেই!
তাকে টেনে নিয়ে আসবোই আমি!
গভীরে জঞ্জাল তুলে সোনার চমক দেখাবো আমি!
দেখবে সবাই,
দেখবে সেই পরিবার।
যারা হেসে বলছে আজ
"এই তুচ্ছ বাপের তুচ্ছ সন্তান,
তোর অহংকার কে দিলাম আমরা আজ মাটিতে স্থান।
বাপেরই রক্তই তো বইছে তোর বটে।
এই শান্ত হ এই তুচ্ছ রথে"