বুকের ভেতর শতশত মেঘের গর্জনে
দুলছে আমার হৃদয় পিণ্ড।
বারছে আত্মার টান।
চোখের অপলক দৃষ্টি আর নিশ্চুপ তার কান।
আসক্তির সময় খন্ড করে
তার জোয়ার-ভাঁটায় ভাসতে চাইছি কেনো আমি?
আজ আমার গলনের পথে
তাঁর আত্মার স্পর্শে ঠাকুরের নিবারণ আমি।


ওহে আমার নিশ্চুপ মন
তুই কি চাইছিস তা বলে দে এখন।
একই যে তাহার প্রাণ
বন্ধুর সৃষ্টির প্রকৃতিতে দাঁড়িয়ে
একজন হয়েছে মহান।
আমি সেখানে হয়তো
আগুনের সেই ফুলকি
"যা প্রিয়তমার বিচ্ছেদের কষ্টে
অন্তিম শ্বাসের ফুকে নিভে যায়।"


কে তুমি?
তোমার রূপের দর্শনে
আমি কেন মরিয়া আজ।
এই চাঁদের আড়ালে তুমি
কোথায় করেছ তোমারি সাজ।
ওকি প্রেমের চাদর উড়িয়া
কেন টানছো আমায়?
নির্জন মাঠে জ্যোৎস্না ভরা এই সভায়।
হে বন্ধু তোমারি অসুখের টানে আমি যে আজ বন্দি।
পিরিতের মত তোমারি টানে
করেছি জীবনের সাথে করেছি আমি সন্ধি.....


    ----- দীপক -----