তুমি
            -----------
তুমি যেনো পাহাড়ের প্রভাতের ওই ঊষার  আলো। তুমি যেনো পাহাড়ের গায়ে লেগে থাকা অন্তিম গোধূলির রং। তুমি যেনো দুপুরের উষ্ণতায় বয়ে যাওয়া সেই শীতল বাতাস। তুমি যেনো সেই মেঘ, যা ভোরের আলোয় পাহাড়ের চূড়ায় লুকিয়ে দেখায় কত যে আবেগ। তুমি যেনো সেই পাখির কলরব, যা ভেঙ্গে চুরমার করে  আবিষ্ট মনে থাকা কত রুষ্ট রব। তুমি যেন সেই চোখের দৃষ্টি, যা লক্ষ্য কবির মনে গড়ে তোলে প্রেমের রূপের বর্ণনার এক নতুন সৃষ্টি।


তুমি তো সেই! যাকে ভুলতে পারিনা আমি। তুমি তো সেই! যাকে ধরে রাখতে পারি না আমি। তুমি তো সেই! যাকে জড়িয়ে ধরে কাঁদতে পারি না আমি। তুমি তো সেই! যার মুগ্ধ বাতাসের কল্পনা করি আমি। তুমি তো সেই ইয়েতির পায়ের ছাপ, যা বাস্তবের বাতাসে লাগে না কিন্তু কল্পনায় খুঁজেছি আমি...! তুমি তো সেই বর্ণনা! যাকে পুরো বিকেল ধরে বানিয়েছি আমি। তুমি তো সেই আমার কল্পনা যাকে চোখ বন্ধ করে দেখেছি আমি.. দেখেছি আমি.... দেখেছি আমি....