আমি মানুষ গর্বে আমার বুক ফেটে যায়,
আমি মানুষ প্রাণী কুলের শ্রেষ্ঠ জীব,
আমি মানুষ আমি মরা মানুষের শবদেহ
চুরি করে হোটেল রেস্তোরায় পাচার করি
আমি মানুষ সেইসব শবদেহের টুকরো টুকরো পিস্‌ করি,
আমি মানুষ আমি হোটেল রেস্তোঁরায় খাসির মাংসের সাথে তাকে মিলিয়ে দিই,
আমি মানুষ রাত জেগে শহরের বুকে নিশাচর প্রাণীর মতো অলিগলি দাপিয়ে বেড়াই,
যদি কোন অর্ধমৃত কিংবা সংজ্ঞাহীন অবস্থায় কাউকে পাওয়া যায়
তাকে হাসপাতলে না নিয়ে কসাইখানায় ভর্তি করি,
আমি মানুষ আমি মানুষের হৃদপিণ্ড কিংবা কিডনি খুবলে নেই,
আমি মানুষ জন্মানোর আগেই ভ্রুণ হত্যায় মেতে থাকি,
আমি মানুষ নবজাতক শিশুকে চুপিসারে ভাগাড়ে শুইয়ে আসি
শকুনের দাবিদার সেকথা ভেবে,
ভোরের আলো থেকে তাকে বঞ্চিত রাখি,
মধ্যরাতের বেওয়ারিশ কুকুরেরা তাকে আগলে রাখে শীতার্ত রাতে,
আমি মানুষ নারী কিংবা কুমারী নির্বিশেষে একাকী পথে পেয়ে তাকে নগ্ন করি দলবদ্ধ হয়ে, তার আব্রু ছিনিয়ে নিই,
তাকে বলাৎকার করি আমার বদান্যতা প্রমাণ করি,
আমি মানুষ আমি মানব সভ্যতার সেই সব ইতিহাস মাটি খুঁড়ে বের করি,
আমি মানুষ নিজে গর্ববোধ করি,
আমি মানুষ আমি বাঘের বদলে নারী ও শিশু পাচার করি,
আমি মানুষ আমি আমার ভাই ও বন্ধুকে তার জন্মগত অধিকার থেকে বঞ্চিত রাখি,
আমি মানুষ আমি আমার বন্ধুর বুকে ছুরি বসিয়ে নিজেকেই বিজয়ী ঘোষণা করি,
আমি মানুষ আমি কখনো নামাবলি গায়ে নিজেকে সন্ন্যাসী বলে দাবী করি,
আমি মানুষ আমি তান্ত্রিক, আমি আমার বন্ধুকে ডাইনি অপবাদে মৃত্যু ঘোষণা করি,
আমি মানুষ আমি আমার বন্ধুর ভালোবাসাতে তীর নিক্ষেপ করে তাকে বিদীর্ণ করি,
আমি মানুষ আমি কৃষকের লাঙ্গলের ফলা দিয়ে কৃষকের বুকেই আঘাত করি,
আমি মানুষ আমি তার ফসল চুরি করে গোলাবাড়ি বানাই,
আমি মানুষ আমি শ্রমিকের হাতুড়ি দিয়েই শ্রমিকের মাথায় আঘাত করি,
আমি মানুষ ধর্ম ও জাতির বেড়াজালে আবদ্ধ থেকে
দলিত ছাত্রকে আঘাত করতে করতে তাকে বধির করে দিই,
আমি মানুষ ডাক্তারের রূপে জীবন ছিনিয়ে নর কঙ্কাল উপহার দেই,  
আমি মানুষ কখনো ইঞ্জিনিয়ার রূপে কংক্রিটে বিষ মিশিয়ে দিই,
আমি মানুষ আদিম সভ্যতার ইতিহাসের পাতা ছিঁড়ে নিজের শরীরের গন্ধ ঝেড়ে ফেলি,
আমি মানুষ আমার এক হাতে গোলাপের পুষ্পস্তবক সহাস্যবদনে প্রেম নিবেদনের জন্য,
অপর হাতে অদৃশ্য ঘৃণার তীর্যক ফলক আমার অন্তর আত্মা দেখছে
তুমি বিদীর্ণ হয়েছ সেই ফলকে আমার-ই আঘাতে,
আমি মানুষ - আমি সেই মানুষ যার গর্বে আমার বুক ফেটে যায় - আমি মানুষ………!