পৃথিবীতে মানুষের ভীড় নেই,
ব্যস্ততাহীন বিষন্ন হৃদয়ের সাথে অজানা পথের আকাঙ্ক্ষায়
সময় গুনে সময়ের অন্ধকারের ভারে,
এখন নিজেকেই বানিয়েছে নিজে কয়েদি,
আত্মবিশ্বাসের ওপর করোনার করাল দৃষ্টি।
দরজার হাতলে হাত দিতে দ্বিধা হয়,
সন্তানের মুখে চুমু খাওয়ায় বিধিনিষেধ জাগে,
হাত ধোয়ার পরমুহূর্তেই ধোয়া হল কিনা
নিশ্চিত করতে ফের হাত ধুয়ে নেয়া,
জীবন গিয়েছে সংশয়ে,
আত্মবিশ্বাসে পড়েছে ভাঁজ,
হৃদয়ের গহীনে গোপনে কাঁদে যেন স্বাধীন জীবন,
কফিনে বন্দি প্রাণ তাই রুদ্ধশ্বাস।
গ্রাম শহর রাষ্ট্র সব একে অপরের থেকে ক্রমশ হচ্ছে দূর,
নবজাতক শিশু দূরে সরে গেছে মা'র কোল থেকে,
গোধুলীর আকাশে জেগে থাকা কয়েকটি নক্ষত্রের মতো,
উজ্জ্বল মাত্র গুটিকয়েক ডাক্তার, নার্স, পুলিশ ও সাফাই কর্মী।
গ্রাম ও শহরের পা এ ঘোড়ার নাল,
প্রহরী প্রহর গোনে নি:স্তেজহীন,
চারফুট দূরে সবাই দাঁড়িয়ে আগাম বিদায় জানাচ্ছে
আজকের আহত প্রাণকে।