এখন পড়ন্ত গোধূলিতে ডুবন্ত সূর্যের মুখে প্রসন্নতা প্রকৃতির মুখে নিষ্কলঙ্কের রেখাপাত
অস্পষ্টতার আবরণ কেটে ফিরেছে দৃষ্টিশক্তি। সময়ের ভারে চেনা মুখগুলো যেন ধীরে ধীরে ভোরের আলোয় মিলিয়ে যাওয়া নক্ষত্রের মতো। জুহু বিচ মারিনা বিচ নগ্ন পড়ে আছে
বারবার স্নাত হয় সমুদ্রের ঢেউয়ে
ডলফিন খেলে যায় তরঙ্গের সাথে
মানুষ কতকাল অপেক্ষায় থেকেছে তাদের। খাদ্যাভাবে কুকুরের চিৎকার শোনা যায় কম
বিনা কারণে উজ্জ্বল জ্বলছে যেন স্ট্রীটলাইট
পরিষ্কার রাস্তা শত শত কিলোমিটার হাঁটছে
অথচ মানুষের হাঁটা নেই
নিরবিচ্ছিন্ন ঘন ছায়ার মতো একাকী।
এখন প্রাতঃকালে পাখির কূজন যেন আগন্তুক বলেই মনে হয়।