ওরা পরিযায়ী বিহঙ্গের মত ডানা মেলে ওড়ে নি নিজের ঘর বাসা ছেড়ে ওরা গিয়েছিল নিজের পা দুটি ও হাতের উপর ভরসা করে  কোন গাড়ি কিংবা ট্রেন ধরে ধরে,
  
উর্ধগগনের চাঁদের মধ্যে খুঁজে নিত নিত্য প্রিয় গ্রাম প্রিয় বস্তি প্রিয় লোকালয়
অনেক দিন হল যে সূর্যটা হঠাৎ তলিয়ে যেত গ্রামের পেছন থেকে ছোট দীঘির কোলঘেঁষে  তাকে দেখা হয় নি।

                    
ওরা নিজেদের পরিবারের কথা অশান্ত মাথায় রেখেছিল
আহত হৃদয়ে ভেবেছিল পিতা-মাতা সন্তান-সন্ততির কথা
আজ ওরা আছে, শ্রম আছে কিন্তু শ্রমীক নেই।

কবিগুরু বলেছিলেন 'ওরা কাজ করে'
সত্যিই ওরা শুধু কাজ করে
ওরা শুধু জানে গাড়ী চলছে না, লকডাউন।


করোনা ভাইরাসের চক্রান্তে সব গোলমেলে।
মালগাড়ি বলে কিছু একটা চলছে তার খবর কে রাখে!
ওরা কাজ করে
সত্যি সত্যি ওরা কাজ করে বলেই সব ট্রেন অজস্র বাস ডানা মেলে উড়ে যাচ্ছে শহর থেকে শহরে।


আমরা ঘরবন্দী অনলাইন টিকিটে ছুটে বুক পেতে শুয়ে পড়ি,
হেলতে দুলতে পৌঁছে যাই গন্তব্যস্থলে আরাম কেদারায় পা দোলাতে দোলাতে,
কিচ্ছুটি মনেই হল না আমি কোথায় আছি আর কোথায় ছিলাম এবং কোথায় থাকবো আগামী কাল
সহসা পেরিয়ে গেলাম একটা  খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে
বোঝাই গেল না কখন এলাম।


ওরা সত্যিই কাজ করে নি:শব্দে নিরবে দুবেলা দুমুঠো ভাতের বিনিময়ে।