ব্রহ্মান্ড ঘোরার শখ আমার নেই ,
পরিবার পাশে থাকলেই যেনো মনে হয় –
সমস্ত ব্রহ্মান্ড একে একে প্রদক্ষিণ করে ফেলেছি ।
ক্লান্ত শরীরে মা যখন মাথায় হাত বুলিয়ে দেয় ,
তখন মনে হয় –
সাহারা হতে হতে নীলনদ পেরিয়ে এলাম আমি ।
শত অভিমানের পর যখন –
বাবাকে জড়িয়ে ধরি ,
তখন মনে হয় –
এভারেস্টের চূড়ায় চন্দ্রের শীতল দ্যুতি
ডানা মেলে গেলো ।
ভাইদের মাথায় যখন হাত রাখি ; কিংবা
কোলের মাঝে আগলে নিই ,
মনে হয় –
সমস্ত নদীর স্রোত আমার পা ভিজিয়ে গেলো ।
যখন আমার কপালে ওদের ঠোঁটের আলতো স্পর্শ পড়ে
তখন মহাজগতের সমস্ত স্বর্গ একসাথে উপনীত হয় ।


ব্রহ্মান্ড ঘোরার শখ আমার নেই ,
ওরা থাকলেই –
সব গাছ-গাছালি , পাখ-পাখালী ,
নদী-নালা , পাহাড়-পর্বত
সমস্তটাই দেখে নিই এক নিমেষে !