আচ্ছা যদি উলাটপুরণ হতো
তুমি হতে প্রেমিক আর আমি হতাম প্রেমিকা
শুষ্ক ঠোঁটে আলতো চুমে বাড়তো
প্রেমের বিভীষিকা
হাজার বায়না সহ্য করে ফোটাও মুখে হাসি
একটু অন্য হলে পরে ছাপোষা হবে তুমি
প্রেম জানো না , কিসের প্রেমিক ?
শুনতে হবে তোমায়
তবুও তুমি বলবে আর একটু
ভালোবাসো আমায়
একটু কিছু হলে পরে , হরহরিয়ে অশ্রুজল !
কাঁদলে পড়ে রাধার বিরহ মানবে সবাই সেটা
কৃষ্ণ তখন লম্পট হবে নিয়ে বারতা
কৃষ্ণের বিরহ দেখবে না কেউ
দেখবে রাধার চোখের জল
প্রেমিক সে তো কাঁদবে কেনো ?
মাতাল বাঁশি হাতে নিয়ে কাটাবে সে ব্যস্ত দুপুর
প্রেমিক হয়ে সয়েছি আমি
তখন হবে তোমার পালা
প্রেমিক তুমি বুঝবে তখন
প্রেমিক হওয়ার কত জ্বালা
অনেক হলো একটু না হোক উলাটপুরণ
উলাটপুরণ হলে পড়ে
তুমি হবে প্রেমিক আর আমি প্রেমিকা
কার ঘাড়ে দোষ চাপাবি ?
কার ঘাড়ে যবনিকা ?


............................................


লেখার তারিখ : ২৮/০৭/১৯
লেখার সময় : ১১:৩০ pm
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন