হঠাৎ করে আকাশমাঝে কালবৈশাখীর মেঘ -
উঠলো হাওয়া থরথরিয়ে ভীষণ গতিবেগ ।
যে পেরেছে যেদিক গেছে নিয়ে প্রানের আশা ,
একটি কাক ছানা নিয়ে আগলে রাখে বাসা ।


গুরুগুরু আওয়াজেতে যায়না কান পাতা ,
লাগাম ছাড়া হাওয়ার জোরে ছেড়ে গাছের পাতা ।
মাঠের পরের ধুলোর রেশ পড়ে এসে চোখে ,
একটি কাক ছানা নিয়ে আগলে বসে থাকে ।


গরুর পালে লাগলো হাওয়া বেজায় দিলো দৌড় ,
মরমরিয়ে ভাঙলো ডাল অলক্ষতে কারুর ।
একটি কাক বাসায় ছিলো আগলে রেখে ছানা ,
ঝড় নিয়তি ভাঙলো তাদের সুখের বাসাখানা ।


দমকা হাওয়ায় ভাঙলো যত ছিলো ঘরবাড়ি ,
কালবৈশাখী হওয়ার পরে কিছু স্বপ্ন নিলো কাড়ি ।
কা কা করে উচ্চস্বরে ডাকে কাকের ছানা ,
ঝড় নিয়তি ভাঙলো তাদের সুখের বাসাখানা ।


******************************


লেখার তারিখ : ০৮/০৯/১৯
লেখার সময় : রাত ০৯:৩০
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন