নির্ভয়া দেখলো মোমবাতির জ্বলন
দেখলো না শাস্তি ,
টুইঙ্কেল-ও পেলো মোমবাতি শুধু
বয়সে এক রত্তি ।


বছর ছয়েক আগের কথা
কামদুনি পেলো লজ্জা ,
খাদ্য হলো ফুটফুটে রূপ
ছিলো বোন আসিফা ।


ভারত নাকি মাতৃকা
মাতৃ রূপেন সংস্থিতা ,
হে ভারত তুমি নিজেই
নিজের হাতে ধর্ষিতা ।


সরকার আসবে যাবে
তরজা হবে রোজ ,
জ্বলন্ত সব মোমবাতির
কেউ নেবেনা খোঁজ ।


জ্বলন হবে মোমবাতির
পুড়ে হবে দগ্ধ
ভারত তুমি রবে কি
নির্বিকার ও স্তব্ধ ?


কত প্রিয়াঙ্কার মৃত্যু হবে
ঝরবে কত রক্ত ?
বলতে ভারী লজ্জা হয়
ভারত আমার সত্য ।


বিবেকহীন ভারত চেনে
ভোটের রাজনীতি ,
লজ্জা তোমার পাওয়া উচিত
যদি না দাও শাস্তি ।


আইন তুমি নত হও
মানায় না হাতে ন্যায়দণ্ড ,
সংবিধান তুমি লজ্জা পাও
হও ছিন্ন-ভিন্ন , খন্ড ।


৩০/১১/১৯