চাঁদ মামা দিচ্ছে হামা , সারা দিনভর
চাঁদের ভিতর আছে একটা মস্ত বড় ঘর


সেই ঘরেতে কে থাকে , তোমরা কি তা জানো ?
বলবো আমি চাঁদের গল্প , মন দিয়ে সব শোনো !


ঘরের ভিতর একটা বুড়ি , চরকা কাটে রোজ ।
সকাল সন্ধ্যা কেউ রাখে না তার তো কোনো খোঁজ !


সাদা রঙা কালো শাড়ি , পড়ে থাকে বুড়ি -
তার কাছেতে আছে একটা মস্ত হাওয়া-গাড়ি ।


হাওয়া-গাড়ি চেপে বুড়ি ঘোরে সারাবেলা ,
তাইতো তারে পাইনা দেখা কভু দিনেরবেলা ।


বুড়ির সাথে থাকে একটা ছোট্ট খরগোশ ,
খায়-দায় , লাফায়-ঝাঁপায় থাকে ভারি খোশ ।


ঘরের পাশে দেখতে পাবে মজার মজার গাছ ,
কোনোটিতে চকো ঝড়ে , কোনোটায় আবার পান্তুয়ারই সাজ ।


চকো খেয়ে , চরকা কেটে এমনই কাটে দিন ,
সন্ধ্যে হলেই বুড়ি মা ঘরে জ্বালে পিদিম ।


বুড়ির খবর কেউ রাখে না , সবাই থাকে চুপ
মাঝে মাঝেই মনের দুঃখে বুড়ি দেয় ডুব ।


******************************


আবারও একটু বাচ্চাদের জন্য লিখলাম । চাঁদের বৈজ্ঞানিক ধারাকেই ছড়া আকারে বাচ্চাদের উপভোগ্য একটি ছড়া । বাড়ির বাচ্চাদেরকে শোনাবেন , আশা করি তাদের ভালো লাগবে আর সাথে আপনাদেরও ।
প্রেমের শহরে আমি না হয় হই বাচ্চাদের প্রেমিক

লেখার তারিখ : ২৮/০৮/১৯
লেখার সময় : সকাল ০৮:৩০
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন