কত পাখি যেন বলে গেল
আজ আমি বাঁধনছাড়া ,
আজ কেউ বাঁধবে না আমায়
কোনোরকম বাঁধন হারা
আমি থাকবো আমার মতো করে
মনে হলো -
হারানো সুর , হারানো ছবি
হারানো সব পেয়েছি ফিরে
সারাদিন খুব ঘুরলাম ,
ভালো করে কাটালাম ।
হটাৎ কে যেন ঠেলে দিলো
আচমকা , অথচ আঘাত লাগলো না -
ভয় লাগলো ।
মনে হলো ,
আকাশ ছুঁয়ে মাটিতে এসে পড়েছি ;
ভয়ে চোখ খুলে দেখি
বিছানায় পরে আছি ।
চারিদিকে অন্ধকার , অন্ধকার সবকিছুই সেই একই
হতাশ হয়ে চোখের পাতা খুলতেই দেখি
এক ছোট্ট পাখি প্রভাতের ডাকে উড়লো
সাথে আমার সব আশা ,
সব শেষ -
পাওনাগুলো ফিরিয়ে নিলো ।