"ইন্দ্রিয়াণামুপরমে জাগ্রৎবাসনাজোবস্থাবিসেহষঃ  স্বপ্নঃ
স্বপ্নঃ স্থানং অভিমানবিশয়মশ্য তৈজসশ্যেতি স্বপ্নস্থানং" - মান্ডূক্য উপনিষদ


আয়নার ভিতরে ঘটে যাচ্ছে প্রাচীন সূর্যাস্ত; হেটে ফিরছে ধুলো ওড়ানো ছায়া। মন্ত্রমুগ্ধ হয়ে দেখি বিড়ালের ফিরে যাওয়া - অথবা ফিরে আসা। তবে সে কেমন যাওয়া আসা? চেনা পথিকের দিকে হাত নেড়ে সফলতা উজ্জাপন করে আমি হাত পেতে নেই একটু সন্ধ্যে


আমি আমার শেষতম স্বপ্ন শেষ করে তোমার দিকে তাকালাম; সেই স্বপ্ন যেখানে একটা শান্ত ঘুমিয়েপড়া কে হত্যা করতে উদ্ধত হয় একটা ভয়ার্ত মেশসাবক। চরম বিছানায় ডুবে যেতে যেতে আমার উদ্ধারকারী মেয়েটির উজ্জ্বল পোশাক খুলে যেতে দেখলাম


এই যে পড়ে আছে চিনচিন ব্যাথা, দুঃখে, দিঘল চোখ ভরে ওঠানামা করে আমার জটাজুট।
সে না হয় থাকুক, একটা উচ্ছল নদীর পাশে বসে আঙুল বুলিয়ে দিচ্ছে বিগত-মরসুমা পাহাড়
তাদের সব বিরহের গাছ, আশকারার ডালপালা
এই যে বিস্বাদে মুখ; গরম ভাতের ধোঁয়াতে ভিজে আসে চোখের পাতা; তাদেরও কিছু চিরশূন্যতা আছে।