#)
প্রায়ি,
তোকে কিছু বলার ছিল; আমার ঝুলন্ত অবস্থান আর বহুমাত্রিক সমাজ।
উদ্বাস্তু সব ভাবনা, বালিশে দাগ রাখে আজ
যাহ্‌ ! ... সব কি ভেসে গেছে?
স্বপ্ন পাখি, স্বপ্ন বুনে কি ফিরে গেছে?
খাদ্য সন্ধানী মন; খড় কুটো দিয়ে ইচ্ছে বাধে।
নীল উত্তাপ বয়ে আনে কড়িবরগা; একা কাঁদে
কান্না, তুই নীল রুমাল, বই এর তাকে
উই পোকার বাস, কেটে খাওয়া পাতার বাঁকে
শব্দের বেঁচে থাকার লড়াই
শুধু তোর নির্বাক অনুভব চাই।
প্রায়ি,
তোকে কিছু বলার ছিল;
বেশ কিছু বলার ছিল ।


#)
প্রায়ি,
রাত জেগে হেঁটে বেড়াই, বেদুইন চাঁদ
আবছা স্বপ্ন ভেঙে অলস ঘুম
শাদা পাতাময় অমৃত জ্যোৎস্নায়
নরম লোভী আঙুল, বেদনা পেতে চায়
ফিরে দেখো পথ, বিরহ কাতরতায় ভোগে
কত কথা ... , কত ইচ্ছে ... , কত স্মৃতি ...
কালচে সবুজ ছায়াপথ ধরে
তপ্ত বাস্তব ছুঁয়ে ভাবনাদের মেঘ ঝরে
জীবনের আলপথে, রক্তাক্ত পদচিহ্নের ভার
তবুও, চেয়ে দেখো আবার
উন্মুক্ত আকাশের হৃদয় নীলচে
প্রায়ি, মন আজ কবিতা রেখে গেছে।