#)
ইচ্ছে তোমার     আকাশ বাড়ি     মেঘ পরদা
শূন্য ছাদে     শাড়ি ওড়া।
বড়শি ফাঁদে     চাঁদ গেঁথেছি,     তারা
ধরছি     মন বেওয়ারা ...
ইচ্ছে তোমার     শিউলি বাড়ি     আশকারা মন
আলপনা দেয়     শিশির কণা।
সাজি তাতে     ফুল তুলচ্ছি     আড়
চোখে     রোজ বাহানা ...
ইচ্ছে তোমার     ইশকুল বাস     মালতিবালা
সখীর পাশে     খুনসুটি জানা।
লাল ফিতে     ঝুল বিনুনি     দোলা
মন     ছুঁতে মানা ...


#)
এই যে, আশকারা বাসা-বাধে তোর খোঁপায়
ঝিনুক বাতি সড়ে সড়ে যায়
আলোতে আমার বহুত লোভ
নষ্টামি কি আর সহজে যায়।


যাও বললে যাবো নাকি; জ্যোৎস্না ত্বক
সুতো ছেড়ে ওড়া ঘুড়ি
চোখের ভাষাও ইতিউতি
পাড়ার দোকান, চা বিস্কিট জুড়ি।


পেট তো এমনই ভরে; এই যা দু-চার টাকা
মন ভরায় ব্যাল-কনি
শূন্য গোলাপ টপে, দীর্ঘশ্বাস
রাখি , দেখবে তুমি জানি।


না হয় জানলাম, তবুও তো ঘুম তেপান্তর
বিলি কাটে ভাবনা তোর
এক রাত জুড়ে শুধু অপেক্ষা
উদাসী হাওয়ায় আমার ভোর।