১)
উদাম শহর জুড়ে
আলপনা কেটে যায় শেষ যাত্রার মেঘে।
বাউণ্ডুলে মন
কি নাম দিই তোর? এবার তোমার
নদী জন্ম। পাড় জুড়ে ফলবান উদ্ভিদ।
আর আমার চাষি জীবন।


২)
যে ঘরে আমরা বন্দি হয়ে থাকি
তার দেওয়ালে, বাসি হয় সময়
টিকটিক  ...  টিকটিক
ইতস্তত ও আজিব
টিকটিকির যৌন বাসনা ফুরিয়ে যাওয়ার আগেই
জানালার ফাঁদে বন্দি হয় চাঁদ
দৃঢ়তর বোধ ক্ষয় হয়
জ্যোৎস্নায় ভিজে আলজিভ।


৩)
বরফ জলে ভাসাই কাগজের নৌকা
হিম আবদারে তারা খসে
কুয়াশা হয় আনমনা।


তোমার বৃষ্টি হওয়ার অপেক্ষায়
দীর্ঘ প্রান্তর জুড়ে ঘাস
তপ্ত জীবনে জ্বলে হয়েছি, বেদনা।


8)
এবং আমরা অনুভব করলাম
আমরা যে যার স্মৃতির পথ বেয়ে ফিরে যাচ্ছি।


আমাদের পথেরা এখনো
যেমন কে তেমনই আছে ভুলে যায়নি
জ্বর ঠোটে লেগে থাকে তোমার চুম্বনের স্বাদ
জাতক
জীবনে ফিরতে চায়।