১) ঝাপসাডাঙ্গা


ঝাপসাডাঙ্গা, কি দেখছ? কাঠকয়লা


ঠোঁটে প্রেম নিয়ে বাঁচে, মালতী
সন্ধ্যে না হতেই, এখন রাত ...


ঝাপসাডাঙ্গা, কি ভাবছ? উঠানতলা


এক বিছানা খাচ্ছে গিলে, শরীর
মনপোড়া ভাবনায় মৌতাত।


ঝাপসাডাঙ্গা, কি করছ? ইচ্ছেবিলাস


চুপিসারে মুখ ঢাকে চাঁদ, ঢেকুর
তোলে ছেঁড়া গোলাপ, বিস্বাদ ...


ঝাপসাডাঙ্গা, কি শুনছো? কান্নাকুহক


নিভে গেলে ঝাড়বাতি, কাজলদাগ
জ্যোৎস্না ভিজে, আমৃত্যু আবাদ।


২) কিছু দুপুরের জন্য


কিছু দুপুরের জন্য বাকি রাখি
কিছু
নোনতা দিন যাপন; নোনতাই মনে হয়।


শেষ পর্যন্ত কাঠবিড়ালি খেলা
শেষ
যেমন তেমন দিন; পথ আলস্যময়।


হাত ভাতঘুম দিয়ে মাদুর গোটায়
হাত
গুঁটিয়ে রাখে কাজ; কাজ মাদুরবিলাস।


মন দূরের পর্দা খুঁজে যায়
মন
পর্দা হয়ে দোলে; মন শুখনো অভিলাষ।