শব্দ খুলে পড়ছে সম্মতিসূচক প্রতিধ্বনি করে
নারঙ্গি ক্ষত, ধোঁয়া
বুক ভরে নিঃশ্বাস  ...
দরকার নেই জানার এখন কতটা রাত
যে, যা; যতটুকু এখন থমকে দাঁড়ায়। হাত
ছুঁয়ে দেখে কবিতার মানচিত্র।
রানওয়ে জুড়ে কাঁপুনি
মাঝরাতে নেমে আসে উল্কা
পতন-বিমুখ আমাদের অভিপ্রায়, থেকে থেকে
                              জন্ম
আবার ... আবার ... কথা কি ফিরছে?
কি কথা ফিরছে?                  হাত?
জিভ জুড়ে নোনতা বাতাস।


প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে রাখো চাঁদ
মুহূর্ত যাপনে মনে পড়ে  
           কেন? এখনি মরে যেতে ইচ্ছে করে!


এক মুঠো ঘাস মাটি লেপে দিলাম
বাদামি আঁধার ...
তুমি ভিজিয়ে দিলে চন্দনের গন্ধে
বনজ ঘাম
জমিয়ে রাখছি।


এবার নেমে যাবো।


দূরের পেইন্টিঙে
পাহাড়ের বুকে বসত বাড়ি।