১)


শব্দ গুলো পাথর হয়েছে,
এবার, দু চারটে কাচ ভাঙুক।


২)


হাড়হারামি চাঁদটা যখন ধাওয়া করে, আমি আরও আরও জোরে পা চালাই।
আমি এও জানি, আকণ্ঠ পান করেও আমি কোনদিন নীলকণ্ঠ নাম পাবো না।
কারণ মাতালরা কখনো, কষ্ট বইতে পরে না। হড়হড় করে বমি বেরিয়ে পরে।


৩)


পলকের আঁচে পুড়ে যাচ্ছে, আদরের যতন
মন
এবার কি ফিরবি তুই?
ভাঁজে ভাঁজে, জলকণা
নিশপিশে ছুঁতে চাওয়া হাত, অনেক দূর জল
বল
এবার কি ছুটবি তুই?


বাকি সব ছাইচাপা; এখন বসন্ত মানা।