১) চিত্রপট


জেব্রা ক্রসিং ভেঙে এগিয়ে চলছে প্রতিবাদী রোদ
ঝুল
বারান্দায় তখনো ঠায় দাড়িয়ে, প্রতিবেশী গোলাপ
হাত বাড়ালেই বন্ধুত্বের আশকারা
নতুন নাম না জানা মোড়ের গাছ,    পাতা ঝরা
হালফিলের বহুতল বেয়ে ওঠে    নীলচে আকাশ
রংচটা পুরানো ফুটপাত, ঘেমেনেয়ে একসা
এখানেই দুদণ্ড জুড়িয়ে নেয় ফিরতি বিকেলের আলাপ
খোশ গল্পে মত্ত রক রাস্তা,    আকাশ ঘুড়ি ছয়লাপ
মন ভাঙে       মন জোড়ে           স্ট্রিট লাইট জুড়ে
দু চার কদম এগিয়ে চলে
                           পথ
                               তারপর বাঁক
দূরের         দৃষ্টি থামে না রাস্তা এখনো অনেক বাকি
টুকরো টুকরো   হয়ে ভাসে         রাত জোনাকি।।


২)  অভিব্যক্তি


চোখে থেকে ঢুলে পড়ে ইচ্ছে, তুমি
আর যাই বোলো, আমার হাত ছুঁয়ে যায় পলিমাটি
নরম হয় রাত, ধূসর ধুসর অভিব্যক্তি
পেরিয়ে এগিয়ে চলে উচ্ছ্বাস, ভাব এবার তুমি বিলীন হও।


অব্যক্ত পরদা সরিয়ে ঝিলমিল জ্যোৎস্না
ঠোঁট দিয়ে ঘষে নেই ছিটকে আসা বনফুলের গন্ধ
সামুদ্রিক গর্জনে ভেসে আসে
                                 সব ভালবাসা-বাসি
জানি, সব চলে গেলেও শেষ মুহূর্তে রাত আরও সুন্দর হবে।।