এ আমার মায়ের ভাষা
এ আমার মুখের ভাষা
এ আমার প্রতিদিনের
ভরসা জাগা ভালোবাসা, আ মরি বাংলাভাষা।


এ আমার গাঁয়ের ভাষা
এ আমার মাঠের ভাষা
এ আমার লেখাপড়ায়
জ্ঞান ভরা সব আলো আশা, আ মরি বাংলাভাষা।


এ আমার কথার ভাষা
প্রাণ খুলে বলার ভাষা
যে কোন ভাষার সাথে
মিলেমিশে শব্দচাষা, আ মরি বাংলাভাষা।


এ আমার গর্বের ভাষা
অ আ ক খ মধুর ভাষা
বিশ্ব মাঝে বাংলা চেনা
গুণী জনের গুণ পিয়াসা, আ মরি বাংলাভাষা।


এ আমার দেশের ভাষা
ঐতিহ্যের রত্ন ভাষা,
রবীন্দ্র নজরুলের কথায়
চিরকালীন সুরে ভাসা, আ মরি বাংলাভাষা।
গর্ব ভরা দর্প সুখে বাংলা আমার মাতৃভাষা।