সবার মত বাংলা ও বাঙালী উঠে দাঁড়াবেই
ঝড় মহামারী মারী ও মড়ক দূরে সরাবেই
সবুজ ধ্বংসের বুকে আবার শ্যামল গড়বেই
বিশ্বের মাঝে আবার বাঙালী মাথা তুলবেই।


যতই তাকে রোগের ভয় জ্বালা যন্ত্রণা দিক
যতই গ্রামকে গ্রাম ঝড়ে ধুলিসাৎ করে দিক
যতই উপড়ে পড়ে যাক গাছের শেকড়গুলি
বাঙালী আবার স্বপ্ন সাজাবে জীবনকে তুলি।