বুকের ভেতর আলোক রাঙা সুখের স্মৃতি জেগে রয়
ফুলের রেণু মাখব গায়ে আবার যদি দেখা হয়,
শান্তি ছিল মন গোপনে হৃদয় জুড়ে আশার সুখ
ঘর উঠোনে হাতের পরশ বৃষ্টি সবুজ কাঁপছে বুক।


প্রাণ খোলা সব কত কথা দখিন দুয়ার খোলা থাক
পাশে বসে আবেগ মাখা আবার জীবন মুক্তি পাক,
ফুল তোলা সেই সকাল রোদে অঞ্জলি দেয় নতুন দিন
আমরা হাওয়া বইছে দেখো রেখে আজও সকল ঋণ।


রাখব না আর ক্ষোভ অভিমান আশায় বেঁধে মনের সুর
ঝড় বাদলের বিষম রাতে তুলব আবার প্রেমের সুর,
পায়ে নুপূর আহ্লাদী রঙ আমার বুকে মলয় বয়
অনন্ত যুগ বাসব ভালো আবার যদি দেখা হয়।