আধুনিক জীবনযাত্রা
দেখেও শেখে না ঠেকেও শেখে না
এমনকি পরাজিত হয়েও শেখে না
ধ্বংসের মুখে দাঁড়িয়েও শেখে না।
পিঠ চাপড়ে ভুলিয়ে ভালিয়ে ভালোবেসে আদর করে
কঠোর হয়ে আইন করে
সচেতনতার আলো সাজিয়েও শেখানো যায় না।


না হলে প্রতিদিন অপরাধ বাড়ছে
অন্যায় হচ্ছে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে
মনুষ্যত্ববিহীন সম্পর্ক তৈরি হচ্ছে
আর প্রত্যেকে নিজের কাছে নিজে
হেরে যাচ্ছে ভেঙে যাচ্ছে ক্ষয়ে যাচ্ছে,
তবু বলছে, বেশ করেছি
আমি তো আমার মত বেঁচে আছি
আমি তো আমার মত থাকতে পেরেছি।