আকাশ নীলে চোখ পড়ে যায়
দিগন্ত ওই দূরে
মাটির হৃদয় ছুঁয়েছে সে
মিলন রেখা জুড়ে।


অসীম প্রাণের ফুলের রাঙা
মেলেছে তার ডানা
প্রভাত দিনের সন্ধ্যে হল
উদাস মনের মানা।


পথ চলেছে গাছ পাহারা
সূর্য রঙের খেলা
সুনীল রবণ রামধনুতে
তাই তো প্রাণের মেলা।


দিগন্তে ওই সবুজ মাঠে
হাজার দিনের কথা
গল্প হয়ে জাগায় জীবন
ফুরায় মনের ব্যথা।


বাসব ভালো অনন্ত দিন
চলব হাঁটি হাঁটি
দিগন্ত আজ উঠছে সেজে
আকাশ জল ও মাটি।