কালবৈশাখী ঝড়ের শেষে
ছেলে মেয়ের দল
আম কুড়াতে ছুটলো দেখো
ভেঙে কাদা জল।

ঘরের চালা শুকনো পাতা
মরা গাছের ডাল
তারই মাঝে আম পড়েছে
খুবই করুন হাল।

আঁচল ভরে সবাই মিলে
আম ভরেছে যেই
হঠাৎ করে বাগান মালিক
কাছে এলো সেই।

বলল হেসে ঝড়ের শেষে
কত ক্ষতি হয়
তোমাদের এই আম কুড়ানো
খুশি হয়ে রয়।

বৈশাখী ঝড় বৃষ্টি সাথে
গরম রেহাই দেয়
আম কুড়াবার দারুণ মজা
সবাই মিলে নেয়।