দেশ মানে তুমি আমি আমাদের বসবাস
সকলের কাজে থাক নিরাপদ আশ্বাস।
পরস্পর হাতে হাত আমাদের অধিকার
আমরাই গড়ে তুলি আমাদের সরকার।
দেশ মানে সব লোক দুইবেলা খেতে পায়
উন্নতির পথে পথে সামনে এগিয়ে যায়
ওই দূরে কাঁটাতারে কারা আছে পাহারায়
এপার ওপার দেখি ঘিরে আছে সীমানায়।


দেশ মানে ম্যাপে আঁকা এক খণ্ড জমি নয়
দেশ মানে মানুষের জীবনের সম্বন্বয়,
দেশ মানে ফুলে ফলে শস্যে সম্পদে শ্যামল
দেশ মানে স্বাধীনতা ওই পতাকা উজ্জ্বল।
দেশ মানে আমাদের আঁকড়ে ধরা জীবন
সুর তালে ঐক্যে সূত্রে হৃদয়ের আহরণ।