মাতো ভাই মাতো খুব উৎসবে মাতো
জীবনের ছন্দকে দুই হাতে ধরে রাখো,
পাতা তো ঝরবেই খোলস ছেড়ে যাবেই
নাচের শেষে মুখোস তো ছাড়তে হবেই;
রক্ত প্রবাহ যতই করুক না ওঠা নামা
আমাদের বেঁচে থাকা এক সফরনামা।
তাই আজকে কেক খেয়ে মন কর মিঠে
কালকের পার্বণে ভুলো না কো পিঠে,
পূজোতে অঞ্জলি আর প্রার্থনায় যোগ দিও
ঢাকের বাদ্দ্যিতে পা মিলিয়ে কোমর দুলিও;
আজানে কিংবা সন্ধ্যারতিতে যাবে মন ভরে
গ্রহণ করো প্রসাদ বা দাও যোগ ইফতারে।
যেখানের তুমি সেখানেই মিলে যাও মানুষে
জীবন খুঁজে পাবেই জীবনের এই আকাশে।
           -০-০-০-