আমার আমার সবাই করে
ফসল তোলে নিজের ঘরে,
যদিও জানে সবই মায়া
থাকবে পড়ে মৃত্যু ছায়া।


আমিই একা করেছি সব
ভাবনা এমন তাই কলরব,
সকলের মন দেশ কাল জুড়ে
ক্ষমতায় সব রাখছে মুড়ে।


ভোগের থালা করতে জমা
ফন্দি ফিকির দাঁড়ি কমা,
অন্যের ঘাড়ে করে আরাম
যায় ভুলে সে দেহের বিরাম।


জীবন শেষে রইবে পড়ে
তুমি নাই আর শূন্য ঘরে,
মোহ তবু চলে পিছে
আমার আমার করে মিছে।


শোনো ভাই সব জীবন রাঙা
প্রভুর চরণ ধরো সাঙা,
রাখবে মনে সবই তোমার
পরের জন্য সদ্ব্যবহার।